Eko Park, ইকো পার্ক (Mohinuddin & Sumon)


বুড়িগঙ্গা ইকো পার্ক,

প্রকৃতির কাছাকাছি কিছুটা নিবিড় সময় কাটাতে চলে আসতে পারেন বুড়িগঙ্গার তীরে। বুড়িগঙ্গা নদীর পাড়ে বসে থাকতে থাকতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে তা বুঝতেই পারবেন না। ঢাকার যান্ত্রিক জীবনের পাশেই এ যেন এক যন্ত্রহীন, শান্ত -নীরব ও সবুজে ঢাকা এক স্থান। বলছিলাম বুড়িগঙ্গা ইকো পার্ক এর কথা। এই পার্কটি শ্যামপুর ইকোপার্ক নামেও পরিচিত। রাজধানী ঢাকার উপকন্ঠ শ্যামপুরে অবস্থিত এ পার্কে প্রবেশ মূল্য ৫০ টাকা আর যেকোন রাইড ৫০ টাকা। তবে প্রতিদিন ভোরে শুধুমাত্র মর্নিং ওয়াক বা খেলাধুলার উদ্দেশ্যে পর্কে প্রবেশ ফ্রী। কিভাবে যাবেন? রাজধানী সহ দেশের যে কোন স্থান থেকে যাত্রাবাড়ি হয়ে শ্যামপুর / বুড়িগঙ্গা ইকো পার্ক এ যাওয়া যায়



No comments

Powered by Blogger.