একসাথে লুডু খেলুন দূরে থেকেও
দূরে থেকেও একসাথে লুডু খেলুন
বন্ধুরা আমরা অনেকেই চাই আপনজনের সাথে লুডু খেলার জন্য, কিন্তু আমরা সবাই একজন আরেকজনের থেকে অনেক দূরে অবস্থান করার কারণে লুডু খেলতে পারতেছিনা. আজকে আপনাদেরকে দেখাবো, কিভাবে আপনার আপনজন বা আপনার সাথে লুডু খেলতে চান আপনার পার্টনার যদি অনেক দূরে অবস্থান করে পৃথিবীর যে প্রান্তে অবস্থান করুক আপনি. তার সাথে একই সাথে লুডু খেলতে পারবেন। সে বিষয়টি নিয়ে আজকের টিউটরিয়াল চলুন বন্ধুরা শুরু করা যাক।
এর জন্য প্রথমে একটি সফটওয়্যার লুডু সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে এটি প্লে স্টোরে পাবেন না নিচের দেওয়া লিংকে ক্লিক করলে গেমসটি ডাউনলোড করে দেন গেম ডাউনলোডিং সবার নিচে পোষ্টের নিচে পেয়ে যাবেন. ওইখানে ক্লিক করে ডাউনলোড করে নিবেন.
আপনি যার সাথে লুডু খেলতে চান তাকেও বলবেন এই লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নেওয়ার জন্য আপনারা চার জন্য খেলতে পারবেন দুইজন অথবা তিন জন খেলতে পারবেন। যতজন খেলবেন সবার কাছেই এই সফটওয়্যারটি লাগবে।
সফটওয়্যারটি ডাউনলোড করার পরে ফাইল ম্যানেজার এর ডাউনলোড ফোল্ডার অথবা যে কোন ফোল্ডারে ঘাঁটাঘাঁটি করলেই আপনি সফটওয়্যার টি পেয়ে যাবেন। সফটওয়্যার টি পাওয়ার পড়ানো সফটওয়্যার যেভাবে ইন্সটল করেন একইভাবে এই সফটওয়্যার টি ইন্সটল করে নিন আপনার ফোনে
সফটওয়্যার ইন্সটল হয়ে যাওয়ার পরে লুডু সফটওয়্যার টি ওপেন করুন ওপেন হয়ে যাওয়ার পর সবাই সবার মত কিছু সেটিংস করে নিন যেমন নিজের নাম তারপরে প্রোফাইল পিকচার ইটিসি
তারপর আপনারা যাবেন এ সফটওয়্যার স্কুল করলে সাইটে দেখতে পারবেন প্রাইভেট টেবিল। প্রাইভেট টেবিলে ক্লিক করুন তারপরে আপনাদের মধ্যে যে কোন একজন ক্রিয়েট টেবিলে ক্লিক করুন তারপরে একটি কোড তৈরি হবে অটোমেটিক এই কোডটি আপনাদের অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করুন আর বাকি অন্যান্য প্লেয়াররা যাবে। ওই জয়েন করার পর একটি কোড চাইবে সেখানে আপনার যে কটি ক্রিয়েট হয়েছে সেই কোডটি দিতে বলুন সেই কোডটি দিয়ে জয়েন বাটনে ক্লিক করূন।
জয়েন বাটনে ক্লিক করার পর সবাই একসাথে জয়েন হয়ে গেলেন এবং সবাই একসাথে থাকতে পারবে না।
গেমটি ডাউনলোড করার লিংক :
Click Here Download
Click Here Download
No comments