ওহে রাজ্য ওহে রাজা,সেলাই করো আমার মুখ।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা। এ ঘটনায় উত্তাল গোটা বুয়েট ক্যাম্পাস।
রাজধানীসহ সারাদেশেই এ হত্যাকাণ্ড নিয়ে চলছে বিক্ষোভ, প্রতিবাদ।গানের মাধ্যমে নৃশংস এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে জাতীয় সাস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠী।
সমসাময়িক ইস্যু ও আবরার হত্যা নিয়ে প্রতিবাদি গানটি ইউটিউব ও ফেসবুকে ভাইরাল হয়েছে। দেড় লাখ কিলো গোরস্থান শিরোনামের গানটি ইতোমধ্যেই ইউটিউবে ১ লাখ ৩৮ হাজার বার ভিউ হয়েছে।
গানে কণ্ঠ দিয়েছেন কলরবের শিল্পীরা। লিখেছেন জয়নাল আবেদীন, সুর করেছেন আহমাদ আবদুল্লাহ।
গানটির প্রথম কলি- ওহে রাজা ওহে রাজ্য সেলাই করো আমার ঠোঁট, বালু চাপা দিয়ে মগজ আমায় বানাও পক্ষী উট।
---------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------
ওহে রাজ্য ওহে রাজা
সেলাই করো আমার ঠোঁট
বালু চাপা দিয়ে মগজ
আমায় বানাও পক্ষী উট।।
কেমনে করি বন্ধ দু’চোখ
কেমনে করি রুদ্ধ কান
অবাক হয়ে তাকিয়ে দেখি
দেড় লাখ কিলোই গোরস্থান।
আমার নীরব পদ শব্দে
কেমনে নড়ে রাজার ভিত
ঘর হতে আজ পা বাড়ালেই
চোখে ভাসে বিশ্বজিৎ।।
ন্যায্য কথায় ত্যাজ্য করো
জানো কোথায় মানলে হার
হারিয়ে দিয়ে বাংলাদেশকে
ওপার গেল এক আবরার।।
কোথায় গিয়ে বাঁচবো বলো
কোথায় পাবে রক্ষে প্রাণ
অবাক হয়ে তাকিয়ে দেখি
দেড় লাখ কিলো গোরস্থান।
ওহে রাজ্য ওহে রাজা
আমরা প্রজা ক্ষুদ্র কীট
পাওনা দাবি চাইতে গেলেই
ঝাঁঝরা কেন আমার পিঠ!
রক্তে যদি দেশটা ভাসে
একটু হলেই ভিন্নমত
কিসের দায়ে দাঁড়িয়ে তবে
রাজ্য ভরা আদালত।
স্তব্ধ আমার কলম খাতা
যায় না লেখা পদ্য-গান
অবাক হয়ে তাকিয়ে দেখি
দেড় লাখ কিলো গোরস্থান।।
গানটি শুনতে নিচের ভিডিওতে ক্লিক করুন
No comments